এক নজরে ঝিকরগাছা উপজেলার মৎস্য বিষয়ক তথ্যাদি
১। উপজেলার নাম : ঝিকরগাছা।
২। আয়তন : ৩০৮.০৯ বর্গকিলোমিটার
৩। পৌরসভার সংখ্যা : ০১ টি।
৪। ইউনিয়ন : ১১ টি।
৫। মৌজার সংখ্যা : ১৩ টি
৬। গ্রামের সংখ্যা : ১৮১ টি।
৭। মোট জনসংখ্যা : ৩,২২,১০৩ মোট জন (পুরুষ:-১,৫৮,৫৪৪ জন, মহিলা:- ১,৬৩,৫৫৯ জন)।
মৎস্য বিষয়ক তথ্যাদি ঃ
৮। মোট পুকুরের সংখ্যা : ৭৭৫৪টি, আয়তন- ৩৬৬৪.৩৬ হে., উৎপাদন- ৩২০৫৭.১১ মেঃ টন।
৯। সরকারি জলাশয় : ১৮ টি, আয়তন- ১২.২৪ হে., উৎপাদন- ৫৫.৯০ মেঃ টন।
১০। বাওড়ের সংখ্যা : ০৯ টি, আয়তন- ১৪৩ হে., উৎপাদন-২৫৭.৪০ মেঃ টন।
১১। নদীর সংখ্যা : ০২ টি, আয়তন- ৩২২ হে., উৎপাদন- ৪১১ মেঃ টন।
১২। খালের সংখ্যা : ১২ টি, আয়তন-১৬৯.১ হে., উৎপাদন- ৫১.০৫ মেঃ টন।
১৩। বিলের সংখ্যা : ০৭টি, আয়তন- ৮২ হে., উৎপাদন- ১৫১.০০৪ মেঃ টন।
১৪। মৎস্য বীজ উৎপাদন খামার : ০১ টি, পুকুর-০৬টি, আয়তন- ১.১৩ হে., উৎপাদন- ১৫.৭০ মেঃ টন।
১৫। মৎস্য আড়ৎ : ১৫ টি।
১৬। মাছ বাজার : ৪৮ টি।
১৭। বরফ কল : ০২ টি।
১৮। মৎস্য চাষির সংখ্যা : ৪৯৮৯ জন ।
১৯। মৎস্যজীবীর সংখ্যা : ৬৫০০ জন ।
২০। মৎস্যজীবী পরিবার : ৯২৫ টি।
২১। নিবন্ধনকৃত জেলে : ১১৩১ জন ।
২২। উপজেলায় মাছের চাহিদা : ৭০৫৪.০৬ মে. টন।
২৩। উপজেলায় মাছের উৎপাদন : ৩১৩১১.৫২৪ মে. টন।
২৪। উপজেলায় মাছের উৎবৃত্ত : ২৪২৫৭.৪৬৪ মে. টন।
জনবলঃ
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা : ১ জন।
সম্প্রসারণ কর্মকর্তা : ১ জন।
সহকারী মৎস্য কর্মকর্তা : ১জন।
ক্ষেত্রসহকারী : ২ জন।
অফিস সহকারী : ১ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS